
বিনোদন ডেস্ক : নতুন বছর বাজিমাত করতে আসছে মাই সাউন্ড এর ব্যানারে একবারে ভিন্ন স্বাদের কিছু নিয়ে। তুই যাসনা অচিনপুর,আমার গায়ে লাগে রোদ্দুর,আমার হৃদ মাঝারে আয়,নিয়ে যাবো ‘অচিনপুর’ চমৎকার এমন কথায় গানটি লিখেছেন ও সুর করেছেন শিল্পী হাফিজ নিজেই। গানটির সঙ্গীতায়োজন করেছেন অমিত। গানটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন এই প্রজন্মের জনপ্রিয় দুই মডেল আলভী ও জারা।
উল্লেখ্য,আসছে ভালোবাসা দিবস উপলক্ষে ভিডিওটি মাই সাউন্ড এর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
গানটি সম্পর্কে শিল্পী হাফিজ বলেন, আমার প্রথম একক অ্যালবাম ‘অচিনপুর’। যেখানে ছয়টি গান দিয়ে সাজানো অ্যালবামটি। অ্যালবামের টাইটেল গান ‘অচিনপুর’। গানটি খুব যত্ন নিয়ে করা। আমি চেষ্টা করেছি সবার থেকে একটু আলাদা ভাবে উপস্থাপন করতে। ভিডিওটিও খুব সুন্দর করে গানের কথার সাথে মিল রেখে নির্মিত হয়েছে। আশাকরি সবার ভালো লাগবে।
ইউটিউবঃ https://youtu.be/zYMn7sBlpe8